ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে ভয়াবহ আগুন

প্রকাশিত: ০৭:১৫, ২১ ফেব্রুয়ারি ২০২৫

সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে ভয়াবহ আগুন

ছবি:সংগৃহীত

 

সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে ভয়াবহ আগুন

সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকাল থেকে দুই ঘণ্টা ধরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে, আগুন দ্রুত আশেপাশের পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়ে এবং বিস্তৃত বনাঞ্চল পুড়ে যায়। 

 

 

স্থানীয়রা জানায়, শেখ পাড়া এলাকায় একটি বাগানে আগুন দেখতে পেয়ে তারা সেখান থেকে আগুনের উৎসে ছুটে যান। উত্তাপ অতিরিক্ত হওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ে।

 

 

 

 

গ্রামবাসীরা পাথর, বালু এবং গাছের শাখা-পালা দিয়ে ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় যুবক মো. ইকবাল হোসেন জানান, শুস্ক মৌসুমে পাহাড়ে প্রায়ই আগুন লাগে, এবং সিগারেটের আগুন থেকে এমন ঘটনা ঘটতে পারে। 

 

 

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের কর্মীরা পাহাড়ের পাদদেশে পৌঁছালেও, ভূমি উঁচু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় তারা আগুন নিভাতে সক্ষম হননি।

আঁখি

×