ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

স্বাধীন বাংলাদেশের প্রথম একুশে ফেব্রুয়ারি যেমন ছিল

প্রকাশিত: ০৬:৫৫, ২১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৬:৫৬, ২১ ফেব্রুয়ারি ২০২৫

স্বাধীন বাংলাদেশের প্রথম একুশে ফেব্রুয়ারি যেমন ছিল

ছবি:সংগৃহীত

স্বাধীন বাংলাদেশের প্রথম একুশে ফেব্রুয়ারি যেমন ছিল

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালিরা পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে প্রথম বড় প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে, যা পরবর্তী সময়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে রূপ নেয়।

 

 

 

 

 

ভাষা আন্দোলনের শহীদরা, রফিক, জব্বার ও বরকত, তাদের আত্মত্যাগের পর ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে পালন করা শুরু হয়। ১৯৬৯ সালের গণ–অভ্যুত্থানের সময় শহীদ মিনারে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী শহীদ মিনার ধ্বংস করে। 

 

 

 

 

 

স্বাধীনতার দুই মাস পর, ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম একুশে ফেব্রুয়ারি আসে, তবে তখন দেশ ছিল যুদ্ধবিধ্বস্ত। শহীদ মিনারটি তখনও ভগ্নস্তূপ ছিল, কারণ মুক্তিযুদ্ধের পর শহীদ মিনার ধ্বংস হয়ে যায়।

বাংলাদেশের প্রথম একুশে ফেব্রুয়ারি ১৯৭২ সালে পালিত হয়। সে সময় শহীদ মিনার ভগ্নপ্রায় ছিল, এবং জানুয়ারির শেষ সপ্তাহে এর পুনঃনির্মাণের কাজ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়, যার মধ্যে সরকারি ও বেসরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখা এবং ‘বাংলা পড়ুন, বাংলা লিখুন’ শিরোনামে প্রচারপত্র বিতরণ অন্তর্ভুক্ত ছিল। 

 

 

 

 

 

 

১৯৭২ সালের ২১ ফেব্রুয়ারি, যেটি ছিল সোমবার, শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। 

আঁখি

×