ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ০৪:৩৭, ২১ ফেব্রুয়ারি ২০২৫

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

 

বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় বরিশালে একুশের প্রথম প্রহরে বৃহস্পতিবার দিবাগত রাত বারোটা এক মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
  
রাত ১২টা এক মিনিটে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে দিবসের শুভ সূচনা করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক। পরবর্তীতে পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, মেট্রোপলিটন পুলিশর কমিশনার, রেঞ্জ ডিআইজি জেলা পুলিশ সুপার, জেলা ও মহানগর বিএনপির এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা নিজ নিজ দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষে শহিদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন।

রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুর এর জন্মভূমি জেলার গৌরনদী উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে রাত ১২টা এক মিনিটে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন, গৌরনদী মডেল থানা ও হাইওয়ে থানা, উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠন, গৌরনদী প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা শহিদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেছেন।

 শেষে সকল ভাষা শহিদদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের গৌরনদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির জানিয়েছেন, আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় উপজেলার কসবা এলাকার পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুরের কবরে ফুলের শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত, স্মরণ সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে।

সাজিদ

×