ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

নাফ নদীতে নৌকা ধাওয়া করে জেলেদের ধরে নিয়ে গেল আরাকান আর্মি!

প্রকাশিত: ০২:২৯, ২১ ফেব্রুয়ারি ২০২৫

নাফ নদীতে নৌকা ধাওয়া করে জেলেদের ধরে নিয়ে গেল আরাকান আর্মি!

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ১৯ জন জেলেকে চারটি নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

বৃহস্পতিবার সকাল এবং দুপুরে নাফ নদীর ঘোলার চর এবং নাইখং দিয়া থেকে নাফ নদীতে মাছ শিকারের সময় তাদের ধরে নিয়ে যাওয়া হয়। টেকনাফ কায়ুকখালী বোর্ড মালিক সমিতির সভাপতি আব্দুল জলিল জানিয়েছেন, টেকনাফে ফেরার পথে মাছ ধরার দুটি ট্রলার সহ নয় জন মাঝিমল্লাকে মিয়ানমার নিয়ে যাওয়া হয়।

এছাড়া শাহাপরির দ্বীপ, মাঝার পাড়া নৌঘাটের সাধারণ সম্পাদক আব্দুল গফুর শাহ জানিয়েছেন, দুটি নৌকাসহ ১০ জেলেকে ধাওয়া করে নিয়ে গেছে আরাকান আর্মি।

বিষয়টি স্বীকার করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানিয়েছেন, এই ঘটনায় বিজিবির সাথে আলোচনা করে জেলাদের ফেরত আনার চেষ্টা চালানো হবে।

নাম প্রকাশ অনিচ্ছুক টেকনাফ সীমান্তের বিজিবির এক শীর্ষ কর্মকর্তা বলেন, ট্রলার সহ জেলেদের নিয়ে যাওয়ার বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তাদের দ্রুত ফেরত আনার চেষ্টা চলছে।

সর্বশেষ, গত ১০ই ফেব্রুয়ারি নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া চার জেলেকে এখনো ফেরত দেয়নি আরকান আর্মি।

মো. মহিউদ্দিন

×