ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

ফেনীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হচ্ছে 

 নিজস্ব সংবাদদাতা 

প্রকাশিত: ০১:৪৯, ২১ ফেব্রুয়ারি ২০২৫

ফেনীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হচ্ছে 

 


 

ফেনীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। দিবসের শুরুতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, এনজিও সংস্থা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
১৯৫২ এর ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী বীর শহীদদের সম্মানার্থে প্রথমে শ্রদ্ধাঞ্জলি জানান ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম এর নেতৃত্বে ফেনী জেলা প্রশাসন, পুলিশ সুপার হাবিবুর রহমানের নেতৃত্বে ফেনী জেলা পুলিশ প্রশাসন, ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ভাষা শহীদ আবদুস সালাম এর পরিবার শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের পর পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
এ সময় শহীদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মানুষের ঢল নামে। মূহুর্তের মধ্যে পুরো শহীদ মিনার বেদী ফুলে ফুলে ভরে যায। 

 

মাহমুদ/সাজিদ

×