ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

কলাপাড়ায় চিকিৎসক অপসারণের দাবিতে ছাত্রজনতার পোস্টারিং

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ০০:০০, ২১ ফেব্রুয়ারি ২০২৫

কলাপাড়ায় চিকিৎসক অপসারণের দাবিতে ছাত্রজনতার পোস্টারিং

ছবিঃ সংগৃহীত

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডা. জেএইচ খান লেলিনের অপসারণের দাবিতে পোস্টারিং করা  হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন সড়কের দেয়ালে ছাত্রজনতার ব্যানারে পোস্টারিং করা হয়। পোস্টারিংএ তাকে পতিত স্বৈরাচারের দোষর আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই আন্দোলন বিরোধী পোস্ট ছাপানো রয়েছে।

এর আগে একই দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, গণস্বাক্ষর অভিযান, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো রবিউল ইসলামের কাছে স্মারকলিপি দেওয়া হয় । একইভাবে বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ও  পটুয়াখালীর সিভিল সার্জনের কাছে একইদিনে স্মারকলিপি দেওয়া হয়। ছাত্রজনতা আয়োজিত এ  কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা লেলিনমুক্ত কলাপাড়ার স্বাস্থ্য প্রশাসন দাবিতে এসব কর্মসূচি করে আসছেন। আগামি ২২ ফেব্রুয়ারি হাসপাতাল প্রাঙ্গনে কর্মসূচির ডাক দিয়েছেন।


ছাত্রজনতার দাবি ডাঃ জে এইচ খান লেলিন এক যুগেরও বেশি সময় ধরে কলাপাড়া হাসপাতালে চাকরি করছেন। তার বিরুদ্ধে চিকিৎসা সেবার নামে হয়রানি।  ল্যাব বাণিজ্য করা। জখম হওয়া একই রোগী কে দুই ধরনের সনদ দেওয়াসহ নানা দুর্নীতির অভিযোগ করেন তারা।

তাকে কলাপাড়া থেকে দ্রুত অপসারণের দাবি জানান। এ ব্যাপারে ডাঃ জে এইচ খান লেলিন বলে আসছেন এটি তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। 
 

মেজবাহ/জাফরান

×