ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

কুয়াকাটায় ধরা পড়লো ১৮ কেজি ওজনের টুনা মাছ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২৩:১৮, ২০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:২০, ২০ ফেব্রুয়ারি ২০২৫

কুয়াকাটায় ধরা পড়লো ১৮ কেজি ওজনের টুনা মাছ

কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলে আব্দুস সত্তার মাঝির (৪৫) জালে ধরা পড়লো ১৮ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি টুনা মাছ। বুধবার রাতে মহিপুর মৎস্য বন্দরের ফয়সাল ফিসে মাছটি নিলামে ১৪ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে। কুয়াকাটা মাছ বাজারের পাইকার ফিস ভ্যালীর পরিচালক মতিউর রহমান মাছটি কিনেছেন। বড় সাইজের টুনা মাছ দেখতে ভিড় করেন স্থানীয় মানুষ। অধিকাংশের মন্তব্য এর আগে এতো বড় টুনা মাছ তারা আগে কখনো দেখেননি।

জেলে আব্দুস সাত্তার জানান, গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে তাদের জালে অন্য মাছের সঙ্গে বড় সাইজের টুনা মাছটি ধরা পড়ে। সামুদ্রিক অন্য মাছের সঙ্গে এই মাছটিও ধরা পড়ে। তার দাবি গত দুই যুগে এতো বড় টুনা মাছ আগে ধরতে পারেননি। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সাধারণত আমাদের এই কুয়াকাটার সমুদ্রে এই প্রজাতির টুনা মাছ পাওয়া যায় না। প্রশান্ত ও আটলান্টিক উভয়ে মহাসাগরে পাওয়া যায়। ভারত মহাসাগরেও পাওয়া যায়, তবে সংখ্যা কম। বিশ্ববাজারে এটি খুব দামি মাছ। এটি লংগফিন টুনা প্রজাতির। ধারণা করা হচ্ছে দলছুট হয়ে এই এলাকায় চলে এসেছে।  

রাজু

×