ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

কুল চাষে জাকিরের বাজিমাত, বছরে আয় ৩ লাখ টাকা

প্রকাশিত: ২৩:০৬, ২০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৯:৪৯, ২১ ফেব্রুয়ারি ২০২৫

কুল চাষে জাকিরের বাজিমাত, বছরে আয় ৩ লাখ টাকা

ছ‌বি: সংগৃহীত

রাজবাড়ী বালিয়াকান্দির কৃষক জাকির হোসেন এক বিঘা জমিতে ত্রিশ হাজার টাকা বিনিয়োগ করে বছরে ৩ লাখ টাকা আয় করছেন। ভারত সুন্দরী ও বল সুন্দরী কুল চাষ করে বদলে ফেলেছে নিজের ভাগ্য। প্রথম বছরেই ৮০ মণ কুল বিক্রি করে লাভের মুখ দেখেন জাকির হোসেন।

শুরুতে ভারত সুন্দরী জাতের ২৫০ টি কুল গাছের চারা রোপণ করেন জাকির হোসেন। অধিক হারে লাভবান হওয়ায় ২০২২ সালে আরও এক বিঘা জমিতে বল সুন্দরী জাতের কুল গাছের চারা রোপণ করেন। বছরে সব খরচ বাদ দিয়ে দুই বাগান থেকে প্রায় ৩ লাখ টাকা আয় হচ্ছে জাকিরের।

জাকির হোসেন বলেন, এই বরই চাষেই আমি সাফল্য। কারণ বরই চাষে খরচ কম। তিনি আরও বলেন, এক একর জমিতে বরই চাষ করছি। এই এক একর জমিতে গতবছর প্রায় ৪ লক্ষ টাকা বিক্রি করছি। আমার মনে হয় এবারও প্রায় ৪-৫ লাখ টাকা লাভবান হবো।

জাকিরের কুল বাগান দেখতে আসেন জেলা-উপজেলার চাষীরা। কুল চাষে সফল হওয়ার স্বপ্ন রয়েছে তাদেরও। বাগান দেখতে আসা এক কৃষক জানান, আশা করি আমি নিজেও জাকিরের মতো কুল চাষ করে স্বাবলম্বী হবো। আরেকজন কৃষক জানান, আমি আগামী বছর দুই বিঘা জমিতে কুল চাষ করবো।

বাগানের পরিধি বাড়াতে জাকির হোসেন কে জেলা কৃষি বিভাগ থেকে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা।

জেলা কৃষি কর্মকর্তা জানান, একজন সফল উদ্যোক্তা যদি আমাদের সহযোগিতায় তৈরি হয় এটা আমাদের জন্য গর্বের বিষয়।

শরিফুল

×