ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

পাহাড়ের মাটি দিয়ে সড়ক উন্নয়ন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ২১:২৪, ২০ ফেব্রুয়ারি ২০২৫

পাহাড়ের মাটি দিয়ে সড়ক উন্নয়ন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় কোটি টাকার অর্থায়নে নির্মিত মাছকারিয়া সড়ক উন্নয়নের নামে লুটপাটের মচ্ছব চলছে। এলজিইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ঠিকাদার মিলেমিশে লুটপাট করছে সরকারি টাকা। জানা গেছে, মাছকারিয়া সড়কের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী সোহরাব আলী ও ঠিকাদার আসাদ আঁতাত করে সড়কে বালুর পরিবর্তে পাহাড়ি মাটি দেওয়ার তামাশা চালিয়ে যাচ্ছে। পাহাড়ি মাটি রাস্তায় ব্যবহার করার নিয়ম সিডিউলে না থাকা সত্ত্বেও স্থানীয় বন বিভাগকে ম্যানেজ করে সড়কে বালুর পরিবর্তে সরকারি বনভূমির পাহাড়গুলো কেটে ডাম্পারযোগে লাল মাটি দিয়ে সড়ক উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয় সড়কের পূর্ব পাশে ব্যাপক অনিয়ম ও  দুর্নীতির মধ্যে দিয়ে নোংরা পানি ও কাদার ওপর দিয়ে ড্রেন নির্মাণ কাজ শেষ করছে বলে অভিযোগ উঠেছে। ঠিকাদার আসাদ বলেন, সড়কের কাজ মূলত দেখাশোনা করেন উপসহকারী প্রকৌশলী সোহরাব আলী। তিনি বন বিভাগের সঙ্গে সমন্বয় করে রাস্তায় মাটি দিচ্ছেন। উপসহকারী প্রকৌশলী সোহরাব আলী ঘটনার সত্যতা স্বীকার করে এবং  এগুলো নিয়ে কিছু না লেখার অনুরোধ করেন।

×