ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবলীগ কর্মীকে হত্যা

প্রকাশিত: ২১:২৩, ২০ ফেব্রুয়ারি ২০২৫

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবলীগ কর্মীকে হত্যা

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ হাসান (৪০) নামে এক যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করে পার্শ্ববর্তী পলোয়ানপাড়া গ্রামে ফেলে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকার আহম্মদ হোসেন মেম্বার বাড়ির বজল আহম্মদের ছেলে। ছোটবেলা থেকে মামার বাড়ি নোয়াপাড়ায় বেড়ে ওঠেন এবং সেখানেই বসতি স্থাপন করে পরিবার নিয়ে বসবাস করছিলেন।

স্থানীয় পর্যায়ে ব্যবসার পাশাপাশি তিনি নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া ও ইউপি সদস্য সেকান্দরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তাঁদের সঙ্গে সম্পর্কের সূত্র ধরে যুবলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং উপজেলা যুবলীগের সদস্য পদ লাভ করেন। তবে তাঁর বিরুদ্ধে থানায় বা এলাকায় কোনো অপকর্মের অভিযোগ পাওয়া যায়নি।

হাসানের স্ত্রী ঝিনু আক্তার জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এলাকা ছাড়েন। দীর্ঘ ছয় মাস পর গত সোমবার রাতে তিনি বাড়িতে ফেরেন। খবর পেয়ে সন্ত্রাসীরা তাঁকে খাটের নিচ থেকে টেনে বের করে পিটিয়ে পাশের পলোয়ানপাড়া গ্রামে ফেলে যায়। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, মোহাম্মদ হাসানকে পিটিয়ে হত্যার বিষয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। তবে নিহতের পরিবার এখনও থানায় মামলা করেনি। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এম.কে.

×