ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

কুষ্টিয়ায় প্রকৌশলীকে লাঞ্ছিত করার প্রতিবাদ

সংবাদদাতা, মিরপুর, কুষ্টিয়া

প্রকাশিত: ২১:২২, ২০ ফেব্রুয়ারি ২০২৫

কুষ্টিয়ায় প্রকৌশলীকে লাঞ্ছিত করার প্রতিবাদ

বিএনপি নামধারী সন্ত্রাসীরা অফিসে কর্মরত অবস্থায় মিরপুর উপজেলা প্রকৌশলী জহীর মেহেদী হাসানকে লাঞ্ছিত ও প্রহার করেছে বলে অভিযোগ উঠেছে। সন্ত্রাসীরা এ সময় ওই প্রকৌশলীর ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ভেঙে ফেলে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে কর্মকর্তা-কর্মচারীরা অফিস ছেড়ে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে।
সূত্রে জানা যায়, আতাউল চঞ্চলের নেতৃত্বে ৯/১০ জনের একদল সন্ত্রাসী বৃহস্পতিবার পৌনে ১১টার দিকে মিরপুর উপজেলা প্রকৌশলীর অফিস কক্ষে প্রবেশ করে। কোটেশন সংক্রান্ত বেআইনি একটি কাগজে উপজেলার প্রকৌশলীকে স্বাক্ষর দিতে চাপ সৃষ্টি করে। তিনি ওই কাগজে স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে মারধর করে।
এ হামলার প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। এতে বক্তব্য রাখেন মিরপুর উপজেলার ইউএনও বিবি করিমুন্নেছা, উপজেলা প্রকৌশলী জহীর মেহেদী হাসান, সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মতিউর রহমান, পানিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, হিসাবরক্ষক রবিউল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিশান ইসলাম প্রমুখ।

×