ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

কুড়িগ্রাম সীমান্তজুড়ে বিএসএফের বিশেষ নজরদারি

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

প্রকাশিত: ০১:০৯, ২০ ফেব্রুয়ারি ২০২৫

কুড়িগ্রাম সীমান্তজুড়ে বিএসএফের বিশেষ নজরদারি

২৭৮ কিলোমিটার সীমান্তজুড়ে বিশেষ নজরদারি শুরু করেছে বিএসএফ

জেলার ২৭৮ কিলোমিটার সীমান্তজুড়ে বিশেষ নজরদারি শুরু করেছে বিএসএফ। তা ছাড়াও বাংলাদেশের প্রবেশমুখে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার আতংক ছড়িয়েছে সীমান্তে বসবাসকারীদের মাঝে। এমন পরিস্থিতিতে জিরো লাইনের কাছে চাষি জমিতে যাওয়া আসা নিয়ে আতংকে রয়েছে বাংলাদেশি কৃষক। তবে বিজিবি জানিয়েছে ভয়ের কিছু নেই, বিজিবির প্রতিবাদে সীমান্তে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। 
গত শুক্রবার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দবকসী সীমান্তে জিরো লাইনের কাছে ভুট্টা ক্ষেতে পরিচর্যা করছিলেন কৃষকেরা। এ সময় বাংলাদেশে ভূখ-ে ঢুকে পাঁচ বাংলাদেশী কৃষককের ওপর বিনা উস্কানিতে মারপিট করে বিএসএফ। এ খবর ছড়িয়ে পড়লে সীমান্তে বসবাসকারীরা ভয়ে জিরো লাইনের পাশের নিজস্ব জমিতে ইরিবোরো ও অন্য ফসলের ক্ষেতে পরিচর্যা করতে ভয় পাচ্ছে।

তারা  ভয়ে সীমান্ত এলাকার জমিতে আগেরমতো আর যাচ্ছে না। সীমান্তজুড়ে বিএসএফ বিশেষ নজরদারি শুরু করায় এমন পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশী  কৃষকেরা।  
তা ছাড়াও সম্প্রতি ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি গ্রামে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮-এর ৯-এস সাব-পিলারের কাছের একটি গাছে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে বিএসএফ। এটি একটি পুরনো মসজিদের দিকে ঘোরানো ছিল। ব্রিটিশ আমল থেকেই যেখানে ভারত-বাংলাদেশের বাসিন্দারা একসঙ্গে নামাজ আদায় করেন। বিজিবির প্রতিবাদে গাছ থেকে সিসিটিভি ক্যামেরা নামানো হলেও সেখানে বিএসএফের নজরদারি রয়েছে। 
রবিবার সরেজমিন দেখা যায়, ফুলবাড়ী উপজেলার চরগোরুকমন্ডপ, গোরুকমন্ডপ নামারটারি, কৃষ্ণানন্দবকসী, গজেরকুটি, খালিষাকোটাল, বশকোটাল, শিমুলবাড়ী, বিদ্যাবাগিশ ঠোষ, নাখারজান, গংগারহাট হিন্দুটারি, কাশিয়াবাড়ী, ধর্মপুর, নাহিরহাট, অনন্তপুর, হাজিটারি  সীমান্তে বাংলাদেশ অংশে ভারতের কাঁটাতারের বেড়ার কাছে বাড়তি বিএসএফ সদস্য টহল জোরদার করেছে। কাঁটাতারের বেড়ার বাইরে বিভিন্ন জায়গায় টং বসিয়েছে বিএসএফ। সেখান থেকে দিনরাত পাহাড়া দিচ্ছে তারা।

×