ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

রাজবাড়ীতে খাদ্যের সন্ধানে লোকালয়ে কালোমুখ হনুমান

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী

প্রকাশিত: ২১:২৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

রাজবাড়ীতে খাদ্যের সন্ধানে লোকালয়ে কালোমুখ হনুমান

বিভিন্ন গ্রাম ও শহরতলিতে দেখা যাচ্ছে হনুমান

জেলার বিভিন্ন এলাকায় একাধিক কালোমুখ হনুমানের দল খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। স্থানীয়দের মতে, সম্প্রতি বনভূমির সংকোচন ও খাদ্য সংকটের কারণে এরা জনবসতিতে চলে আসছে। জেলার বিভিন্ন গ্রাম ও শহরতলিতে দেখা যাচ্ছে এসব হনুমান। তারা প্রধানত ফল, শস্য ও মানুষের দেওয়া খাবার খাচ্ছে। তবে হঠাৎ করে দলবদ্ধ হনুমানদের আগমনে অনেক বাসিন্দা আতঙ্কিত হয়ে পড়ছেন।

গোয়ালন্দ উপজেলপার স্থানীয় বাসিন্দা সালাম সরদার বলেন, ‘আমাদের এলাকায় আগে কখনো এত হনুমান আসতে দেখিনি। তারা খাবারের সন্ধানে বাড়ির আশপাশে ঘুরছে। কেউ কেউ খাবার দিচ্ছেন, তবে কিছু জায়গায় খেতের ফসলও নষ্ট হচ্ছে।’ এ সময় টিপু নামের এক ব্যক্তি বলেন, সকাল থেকে দৌলতদিয়া বাস কাউন্টারের সামনে ৩টি কালোমুখ হনুমান দেখা যাচ্ছে।

অনেকে দোকান থেকে বিস্কুট, কলা দিচ্ছেন। হনুমানগুলো খাবার নিয়ে খাচ্ছেন। আবার অনেক শিশু বাচ্চারা দল বেঁধে হনুমানগুলো নিয়ে খেলছে। দোকান থেকে দুই প্যাকেট রুটি কিনে খাবার দিচ্ছেন মিলন নামের এক ব্যক্তি। 
এ বিষয়ে রাজবাড়ী জেলা বন বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘এই হনুমানগুলো বন্যপ্রাণী আইনের আওতায় সংরক্ষিত। আমরা স্থানীয়দের সচেতন করছি যেন তারা হনুমানদের আক্রমণ না করেন এবং বনাঞ্চল সংরক্ষণে সহায়তা করেন। ‘স্থানীয় প্রশাসন ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীরা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন, যাতে মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে ভারসাম্য বজায় থাকে।

×