
ছবি : জনকণ্ঠ
মানিকগঞ্জের শিবালয়ে এক গৃহবধূকে অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগে হৃদয় বিশ্বাস (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে মানিকগঞ্জ কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃত হৃদয় পার্শ্ববর্তী ঘিওর উপজেলার তরা এলাকার চান বিশ্বাসের ছেলে। গত মঙ্গলবার রাতে চাঁদপুর জেলার একটি ইটের ভাটা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি ভোরে ভুক্তভোগীর স্বামী ফজরের নামাজ পড়াতে মসজিদে যান। এই সুযোগে বাড়িতে ডোকেন হৃদয়। নামজ শেষে স্বামী এসেছেন ভেবে দরজা খুলে দিয়ে ঘুমাতে যান ভুক্তভোগী। এ সময় অস্ত্রের মুখে তাকে ধর্ষণ করেন হৃদয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম. আল-মামুন জনকণ্ঠকে জানান, শিবালয়ের শাকরাইল গ্রামে এমন ঘটনায় চাঁদপুর জেলার একটি ইট ভাটায় অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
শহীদুল ইসলাম/মো. মহিউদ্দিন