ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

১৩ বছরেও খোঁজ মেলেনি বিএনপি নেতা সিরাজ চেয়ারম্যানের

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, চট্টগ্রাম

প্রকাশিত: ২০:২০, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

১৩ বছরেও খোঁজ মেলেনি বিএনপি নেতা সিরাজ চেয়ারম্যানের

উপজেলা বিএনপি নেতা ও লেলাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এএসএম শহিদুল আলম সিরাজের জন্য ১৩ বছর ধরে অপেক্ষা করছেন তার পরিবার। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন এ তথ্যও নেই তাদের কাছে।
২০১২ সালের ৬ মার্চ বিএনপির ‘ঢাকা চলো’  কর্মসূচিতে  যোগ দেওয়ার পর চট্টগ্রামে ফেরার পথে নিখোঁজ হন সিরাজ। পরে স্ত্রী সুলতানা পারভিন খুলশী ও পাঁচলাইশ থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। কিন্তু গত ১৩ বছরেও পুলিশ তার কোনো সন্ধান দিতে পারেনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে  এক যুগের বেশি সময় ধরে সংগ্রাম করে যাচ্ছেন সিরাজের স্ত্রী সুলতানা পারভিন ও তার দুই ছেলে অনন-আবির।
সুলতানা পারভিন বলেন, ‘আমার স্বামী ফটিকছড়ি উপজেলায় একজন জনদরদী ও সামাজিক ব্যক্তি ছিলেন। অল্প বয়সেই তিনি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকায় নানা উন্নয়ন সাধিত করেছেন। পারভিন বলেন ‘২০১২ সালের ৬ মার্চ রাতে তিনি আমাকে ফোন করে বলেছিলেন যে তিনি চট্টগ্রামের উদ্দেশে ফিরে আসছেন। এটা ছিল আমাদের শেষ কথোপকথন। সকালে তাকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
দুই ছেলেকে নিয়ে আমি এখনো স্বামীকে খুঁজছি। আমি জানি না সে বেঁচে আছে নাকি মারা গেছে। যদি সে মারা যায় তবে দয়া করে লাশ হস্তান্তর করা হোক বা তার হদিস আমাদের বলা হোক।

×