ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৯:২৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

সড়ক দুর্ঘটনা। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সদরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওমর ফারুক (১৯) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ফজলে রাব্বী (২২) নামের আরো একজন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে সুলতানপুর-আখাউড়া বাইপাস সড়কের আলাকপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক জেলার চিনাইর গ্রামের জারুলতলা এলাকার শওকত ভূইয়ার ছেলে। তিনি গ্যাসফিল্ড স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। আহত ফজলে রাব্বী একই এলাকার আনু মিয়ার ছেলে।
এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্রাহ্মণবাড়িয়া শহর অভিমুখী দিগন্ত বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ জন গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত ফজলে রাব্বীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তিনি আরো জানান, এই ঘটনায় দিগন্ত বাসটিকে আটক করে পুলিশ হেফাজতে আনা হয়েছে এবং এ নিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমটি

×