ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

শিবালয়ে নাশকতা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, শিবালয়, মানিকগঞ্জ

প্রকাশিত: ১৭:২৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

শিবালয়ে নাশকতা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

মানিকগঞ্জের শিবালয় উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহসভাপতি মোঃ মহিদুজ্জামান তড়িৎকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার মহাদেবপুরের নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর আজ বুধবার  বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে মানিকগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়। শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম. আল-মামুন এ বিষয় নিশ্চিত করেন।

শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনকন্ঠকে জানান, গত ৫ আগষ্ট উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা ও নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলায় তদন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মহিদুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। উক্ত মামলায় এজাহার নামীয়  ও তদন্তে প্রাপ্তে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

রাজু

×