ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

বিয়েপাগলা ড. এনাম

প্রকাশিত: ০৯:০২, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

বিয়েপাগলা ড. এনাম

ছবি : সংগৃহীত

বিয়েপাগলা ড. এনাম

সাভারের এনাম মেডিকেল কলেজও হাসপাতাল এর মালিক ডা. এনাম। সাদামাটা এই ডা. হঠাৎ করে রাজনীতিতে জড়িয়ে যান ইচ্ছাকৃতভাবেই । ২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনায় পর আহত, নিহত মানুষের পাশে দাঁড়ায় এনাম মেডিকেল কলেজ। তখন সারাবিশ্বের নজরে পরেন তিনি। ক্ষমতাসীন আওয়ামীলীগ  ও সুযোগ বুঝে এনামুর রহমানের মালিকানা নিয়ে নেন।

 

 

 

 

 

পরের বছর ২০১৪ সালের জাতীয় নির্বাচনে আ. লীগ এমপি পদে মনোনায়ন দেয় এনামুর রহমান কে। হাসিনার বিনা ভোটের সেই নির্বাচনে বিনা বাধায় জিতে যান তিনি। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। পূর্বে তিনি ছিলেন অন্য সাধারণ ডাক্তারের মতোই। বিসিএস দিয়ে হয়েছিলেন সরকারি ডাক্তার। একসময় সাভারে ৬ সজ্জ্বার হাসপাতাল করেন। যা পরবর্তীতে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল।  ১৯৮২ সালে ঘটনা,  ডা. এনাম তখন বিবাহিত ও দুই সন্তানের জনক।

 

 

 

 

কিন্তু একজন নার্সের প্রেমে পড়ে গেলেন ও তাকে বিয়ে করতে বাধ্য হন। নার্সকে বিয়ের ১ বছর পর নিজের হাসপাতালের এক গাইনি চিকিৎসকের প্রেমে পড়েন তাকেও বিয়ে করেন তিনি।

 

 

 

 

 

এমপি হওয়ার পর তার বিয়ে করার পাগলামি আরো বেড়ে যায়। সংসদ সদস্য থাকা অবস্থায় স্কুল ছাত্রী সহ আরো ৫ টি বিয়ে করেন তিনি। এর বাহিরেও তার আরও কিছু গোপন বিয়ে আছে বলে মনে করে সাভারের মানুষ।

আঁখি

×