ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

দেশের মাদক গডফাদার কারা

প্রকাশিত: ০৮:৪০, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

দেশের মাদক গডফাদার কারা

ছবি : সংগৃহীত

দেশের মাদক গডফাদার কারা

রাজধানীর সহ দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে মাদকের ভয়াবহ বিস্তার যা তরুণ সমাজকে ঠেলে দিচ্ছে ধ্বংসের দিকে।এর ফলে সমাজে অপরাধ প্রবনতাও বাড়ছে। কিন্তু এসব মাদক কারা সরবরাহ করে? আর কিভাবে পরিচালিত হয় এই গোপন নেটওয়ার্ক?

 

 

 

 

 

তালিকাভুক্ত  মাদকের গড ফাদাররা সরাসরি সামনে না এসে সহযোগীদের মাধ্যমে দেশজুড়ে পুরো নেটওয়ার্ক পরিচালনা করছে। এই মাদকে আসক্ত হয়ে পরছে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর মাধ্যমে একটি জাতীয় দৈনিক এ বলা হয়,  বর্তমানে দেশে মাদকের ব্যাবসা নিয়ন্ত্রণ করছে ৮৩ জন গডফাদার। তাদের শীর্ষ পর্যায়ের সহযোগীর সংখ্যা ১০৮৫ জন। এরা মূলত সীমান্ত ও আকাশ পথে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য দেশে আনছে ও দেশজুড়ে তা ছড়িয়ে দিচ্ছে।

 

 

 

গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী তালিকাভুক্ত গডফাদারদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা,  আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাসহ সরকারি উচ্চপদস্থ ব্যাক্তিরা রয়েছেন।তাদের রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের কারনেই মাদকের শীকর উপরে ফেলা কঠিন হয়ে পড়েছে। সি আই ডির মাধ্যমে জানা যায়, দেশ থেকে বিপুল পরিমান অর্থ পাচার করছেন মাদক ব্যাবসায়ীরা।

 

 

 

অন্ততঃ ১০ জন শীর্ষ মাদক কারবারীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের প্রমাণ মিলেছে। এর মধ্যে কক্সবাজারের টেকনাফের নুরুল হক ঘন্টু, সিদ্দিক আহমেদ, শফিক আলম, ফজর আলী,  নুরুল কবির, চট্টগ্রাম এর শফি, ঢাকার আদাবরের নুরুল ইসলাম, টুঙির পারুল, খুলনার শাহাজাহান হাওলাদার অন্যতম।

আঁখি

×