ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

সুনামগঞ্জের তাহিরপুর

লটারি ছাড়াই ১ কোটি টাকার কাজ ভাগাভাগি! 

নিজস্ব সংবাদদাতা, তাহিরপুর (সুনামগঞ্জ)

প্রকাশিত: ০১:২৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

লটারি ছাড়াই ১ কোটি টাকার কাজ ভাগাভাগি! 

সুনামগঞ্জের তাহিরপুরে যথাযথ প্রক্রিয়ায় লটারি না দিয়ে এডিপির (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) ১কোটি ২০ লাখ টাকার কাজ ভাগাভাগি করে বিতরণের অভিযোগ উঠেছে উপজেলা এলজিইডি প্রকৌশলীর বিরুদ্ধে।পরে বিক্ষুব্ধ ঠিকাদারেরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে পুনরায় যথাযথ প্রক্রিয়ায় লটারি দিতে প্রকৌশলী জাহিদুর রহমানকে নির্দেশ দেন তিনি।

জানা গেছে, ২০২৪-২৫ অর্থ-বছরে তাহিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১২টি প্যাকেজে অভ্যন্তরীন সড়ক, ড্রেন, কালভার্ট ও ঘাট মেরামতের লক্ষ্যে ১কোটি ২০লাখ টাকার কাজের জন্য দরপত্র আহবান করে এলজিইডি। দরপত্রে ৬০টি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয়। লটারির জন্য ১৯ ফেব্রুয়ারি দিনক্ষণ নির্ধারণ করা হয়। কিন্তু কোনোরকম পূর্ব নোটিশ ছাড়াই নির্ধারিত দিনের একদিন আগেই লটারির নাম করে পছন্দের ঠিকাদারদের মধ্যে কাজ ভাগ করে দিয়ে দেওয়া হয়। 

উপজেলা এলজিইডি প্রকৌশলী জাহেদুর রহমান বলেন, ঠিকাদারদের আপত্তি ও মূল্যায়ন কমিটির নির্দেশ পুনরায় লটারি দেওয়া হবে। পছন্দের ঠিকাদারদের মাঝে কাজ ভাগাভাগি করে দেওয়ার বিষয়টি জানতে চাইলে এড়িয়ে যান তিনি।

আফরোজা

×