ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

ফেনীতে সাবেক কাউন্সিলর শাখাওয়াত গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:৫০, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ফেনীতে সাবেক কাউন্সিলর শাখাওয়াত গ্রেফতার

গ্রেফতারকৃত সাবেক কাউন্সিলর শাখাওয়াত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছাত্র হত্যা মামলায় কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য, ফেনী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ফেনী পৌরসভার সাবেক কমিশনার শাখাওয়াত হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর যৌথ বাহিনীর সদস্যরা তাকে তার ফেনী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ভুঁইয়া বাড়ি থেকে গ্রেফতার করে। এর আগে জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছাত্র হত্যার ঘটনায় ১২ জানুয়ারি লালবাগ থানায় তার বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত হয়। শেখ হাসিনাকে প্রধান আসামি করে দায়ের করা মামলার ২১ নম্বর আসামি ফেনীর এক সময়ের ত্রাস এই যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন ভূঁইয়া।

এ ছাড়াও শাখাওয়াত হোসেন ভূঁইয়াকে আইনের আওতায় আনতে মঙ্গলবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় ও দুর্নীতি দমন কমিশনে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

এই বিষয়ে তিনি মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি সাবেক আওয়ামী লীগের কাউন্সিলর শাখাওয়াত ভূঁইয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে৷

শহীদ

×