
ছবিঃ সংগৃহীত
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের এক ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে সরাসরি মন্তব্য করেন।
পোস্টে তিনি লিখেছেন, "ইউরোপকে গণতন্ত্রের মডেল হিসেবে ধরা হয়। সেখানেও গণহত্যাকারী ফ্যাসিস্টদের পরিণতি আমরা জার্মানি ও ইতালিতে দেখেছি। আওয়ামী লীগেরও একই পরিণতি হওয়া উচিত।"
তার এই বক্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। অনেকেই এটিকে রাজনৈতিকভাবে সাহসী মন্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এ ধরনের মন্তব্যকে বিতর্কিত বলে আখ্যা দিয়েছেন।
আসিফ