ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

আজ দুপুর থেকে যেসব এলাকায় ৯ ঘন্টা গ্যাস থাকবে না

প্রকাশিত: ১৩:১৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আজ দুপুর থেকে যেসব এলাকায় ৯ ঘন্টা গ্যাস থাকবে না

ছবি: সংগৃহীত

বেশ কয়েকটি এলাকায় আজ দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, লাইন মেরামত কাজের জন্য ঢাকার কেরানীগঞ্জের আটিবাজারসহ বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ থাকবে না। 

তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলেছে, আমিন বাজার ডিআরএস থেকে হাজারীবাগ ডিআরএসগামী ১২"×১৫০ পিএসআইজি বিতরণ লাইনের সালেহপুর সংলগ্ন স্থানে লিকেজ মেরামতের কাজ চলবে। 

এতে আজ মঙ্গলবার দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৯ ঘন্টা খোলামোড়া, আটিবাজার, কলাতিয়া, হজরতপুর ও মাঝেরচর এলাকায় বিদ্যমান সব শ্রেশির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।
 

শিলা ইসলাম

×