
ছবি: সংগৃহীত
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক বলেছেন, নগরীর ২২টি স্থানে সেহরি ও ইফতারের আয়োজন করা হবে। এর পাশাপাশি বিতরণ করা হবে জাকাতের কাপড়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ডিএনসিসির ফেসবুক পেজে লাইভে এসে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এসব কথা বলেন।
তিনি বলেন, নগরবাসীর সেবা করতে চাই। নতুন ৫২ নম্বর ওয়ার্ডে সিটি করপোরেশনের কোনো সেবা নেই। নগরীর ফুটপাত ফিরিয়ে দেওয়া হবে নাগরিকদের। নিয়ন্ত্রণে আনা হবে বেওয়ারিশ কুকুর।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ দ্রুত সেবার ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন।
শিলা ইসলাম