
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে তরুণ-তরুণী আত্মহত্যা করেছে। সোমবার বিকেলে চুনারুঘাট থানা পুলিশ পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
এরমধ্যে উপজেলার শানখলা ইউনিয়নের জুয়ার লালচান গ্রামের আমির আলীর ঘর থেকে সামিনা খাতুন (২০) ও মিরাশী ইউনিয়নের মহদিরকোনা গ্রামের নিজ ঘর থেকে অনিক মিয়ার (১৮) মরদেহ উদ্ধার হয়। সামিনা খাতুন উপজেলার জুয়ার লালচান গ্রামের আমির আলীর মেয়ে। অনিক মিয়া একই উপজেলার মহদিরকোনা গ্রামের ছাছম আলীর ছেলে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- পারিবারিক কলহের জের ধরে তরুণ-তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
মামুন/সাজিদ