ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

নীলফামারী জেলার ১০ টি দর্শনীয় স্থান

প্রকাশিত: ০৪:৩৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

নীলফামারী জেলার ১০ টি দর্শনীয় স্থান

 

নীলের দেশ নীলফামারী জেলা সাংস্কৃতিক ঐতিহ্য ও ভূ-সংস্থান বেশ সমৃদ্ধ। অতীত ইতিহাস সমৃদ্ধ নীলফামারী জেলার দর্শনীয় ও ঐতিহাসিক ভ্রমণ স্থান গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো; নীলসাগর, তিস্তা ব্যারেজ প্রকল্প, ধর্মপালের গড়, চীনা মসজিদ, ময়নামতির দূর্গ, ভীমের মায়ের চুলা, সৈয়দপুর চার্চ, সৈয়দপুর রেলওয়ে কারখানা, দারোয়ানী টেক্সটাইল মিল, উত্তরা ইপিজেড, সৈয়দপুর বিমানবন্দর, ডিমলা রাজবাড়ী, কুন্দুপুকুর মাজার, হরিশচন্দ্রের পাঠ ইত্যাদি।

নীলফামারীতে জেলা দর্শনীয় স্থান সমূহঃ

১। নীলসাগর

২। চিনি মসজিদ

৩। কুন্দপুকুর মাজার

৪। নীলফামারী জাদুঘর

৫। হরিশচন্দ্রের পাঠ

৬। ধর্মপালের রাজবাড়ি

৭। সৈয়দপুর রেলওয়ে কারখানা

৮। ভীমের মায়ের চুলা

৯। নীল কুঠি

১০। নীলফামারী ময়নামতি দুর্গ

সাজিদ

×