ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

স্মৃতি পুড়ে ছাই, মানতে পারছেন না কাফি, চাইলেন দোষীদের বিচার

প্রকাশিত: ০০:৩৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০০:৪২, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

স্মৃতি পুড়ে ছাই, মানতে পারছেন না কাফি, চাইলেন দোষীদের বিচার

কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি তাঁর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তাঁদের বিচারের দাবি জানিয়ে আসছেন গত কয়েকদিন যাবৎ।
আজ মঙ্গলবার কাফি তার ফেসবুক পেজে আবেগঘন পোস্ট করে বলেন,“আহহহ কতো স্মৃতি কতো ডকুমেন্টস। আমাদের সবকিছুই এই ঘরের মধ্যে ছিলো - আমার, আমার বাবা মা ভাই, ভাইয়ের পরিবারের কতো কতো স্মৃতি সব মুহুর্তেই পুড়ে গেলো! বাহির থেকে দরজা লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো। বিশ্বাস করতে পারছি না, মেনে নিতে পারছি না।”


দোষীদের দ্রুত বিচার চেয়ে এবং দ্রুত আইনের আওতায় দেখতে চান কাফি। কাফি আশাবাদী আজ হোক, কাল হোক দোষীরা আইনের আওতায় আসবেই ।
তিনি লিখেন,“বিচার চাই, দোষীদের আইনের আওতায় দেখতে চাই এবং দ্রুত।দোষীদের আইনের আওতায় নিয়ে না আসা পর্যন্ত লড়ে যাবো।পাশে চাই - দোয়া চাই।”


কাফি বাংলাদেশের আইনের উপর আস্থা রেখে লিখেন,“আমার দেশের আইনে হাত অনেক লম্বা।নাথিং ইজ ইম্পসিবল - আজ হোক কাল হোক দোষীরা আইনের আওতায় আসবেই - বিচার হবেই ইনশাআল্লাহ।”

আফরোজা

×