ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

প্রেমের টানে ধর্মান্তরিত হয়ে মুসলিম তরুণীকে বিয়ে

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর

প্রকাশিত: ২১:২৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

প্রেমের টানে ধর্মান্তরিত হয়ে মুসলিম তরুণীকে বিয়ে

প্রেম মানে না কোনো বাধা-বিপত্তি, জাত-ধর্ম। তেমনি এক ঘটনা ঘটেছে কালকিনিতে। ভালোবাসার মানুষকে পেতে দিপক দাশ-(২৫) নামের এক যুবক ধর্মান্তরিত হয়ে এক মুসলিম তরুণীকে বিয়ে করেছেন। ওই তরুণীর নাম উম্মে হাবিবা-(১৯) আর ওই প্রেমিক যুবকের বর্তমান নাম দেওয়া হয়েছে মো. আদিল মাহমুদ। সোমবার সকালে পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে।  
জানা গেছে, উভয়ের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দিপক ও উম্মে হাবিবা দুজনেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে গত শনিবার পালিয়ে গিয়ে ঢাকায় একটি বাড়িতে আশ্রয় নেয়। এবং তারা ঢাকা কোর্টে এফিডেভিটের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। উম্মে হাবিবার পরিবার অনেক খোঁজাখুঁজির পর থানা পুলিশের সহায়তায় রবিবার রাতে তাদের দুজনকে উদ্ধার করে। পরে উম্মে হাবিবার পরিবার বিয়ের স্বীকৃতি দিয়ে তাদের মেয়ের বাড়িতে নিয়ে গিয়ে সকালে ইসলাম ধর্মের বিধান অনুযায়ী পুনরায় তাদের বিয়ে দেন। উম্মে হাবিবার মা লাইজু আক্তার বলেন, দিপককে আমাদের বাড়িতে আনার পর ইসলামী শরিয়ত মোতাবেক তাকে কালেমা পড়ানো হয়েছে এবং ইসলাম ধর্মের বিধান অনুযায়ী আমরা আবার বিয়ে দিয়েছি।
দিপকের বড় ভাই বিপ্লব বলেন, আমার প্রাপ্তবয়স্ক ছোটভাই দিপক স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়ে মুসলিম তরুণীকে বিয়ে করেছে। এতে আমাদের কোনো আপত্তি নেই। দিপক বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়ে উম্মে হাবিবাকে বিয়ে করেছি। এখন আমার নাম মো. আদিল মাহমুদ। আমার সুন্নাতে খাৎনাও সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, নোটারীর মাধ্যমে দিপক ধর্মান্তরিত হয়ে ওই তরুণীকে বিয়ে করেছেন বলে জানতে পেরেছি।

×