ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা সাংবাদিক রফিক নিহত 

শরিফুল রোমান, মুকসুদপুর

প্রকাশিত: ২১:২২, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা সাংবাদিক রফিক নিহত 

নিহত রফিকুল ইসলাম

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা সাংবাদিক মো. রফিকুল ইসলাম (৬৩) নিহত হয়েছেন। নিহত রফিকুল ইসলাম উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঘেচুয়া গ্রামের মৃত ফায়েক মুন্সীর ছেলে। তিনি, মুকসুদপুর পৌর বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও দৈনিক ৭১ বাংলাদেশ পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে  উপজেলার  ঢাকা খুলনা মহাসড়কের ভাঙ্গাপোল বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গাপোল এলাকায় মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কায় রফিকুল ইসলাম গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন ।

নিহত বিএনপি নেতা সাংবাদিক রফিকুল ইসলামের মত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল রোমান শোকাহত পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। 

শিহাব

×