ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটির পঞ্চম সমাবর্তন

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটির পঞ্চম সমাবর্তন

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ॥ গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের পঞ্চম সমাবর্তনে আগত অতিথিরা

বর্ণাঢ্য আয়োজন ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের পঞ্চম সমাবর্তন হয়েছে। সোমবার দুপুরে রূপগঞ্জের পূর্বাচলস্থ বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইলিনয়স স্টেট ইউনিভার্সিটির ডিসটিংগুইসড প্রফেসর ও অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজ। বক্তব্য রাখেন গ্রিন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন, উপউপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। সমাবর্তনে মোট ৪ হাজার ১২৯ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে ৫ জনকে চ্যান্সেলর গোল্ড মেডেল এবং ১০ জনকে ভাইস-চ্যান্সেলর গোল্ড মেডেল দেওয়া হয়।

×