ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

হিমাগারে ভাড়া বৃদ্ধি

রাণীশংকৈলে আলু চাষিদেরমানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, রাণীশংকৈল, ঠাকুরগাঁও

প্রকাশিত: ২০:৫৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

রাণীশংকৈলে আলু চাষিদেরমানববন্ধন

রাণীশংকৈল : উপজেলা পরিষদে আলু চাষিদের মানববন্ধন

রাণীশংকৈলে চলতি মৌসুমে হিমাগারের মালিক কর্তৃক সংরক্ষিত আলুর বস্তার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন হয়। কৃষক দলের সভাপতি মোশাররফ হোসেনের  সভাপতিত্বে হিমাগারগুলোর বাড়তি ভাড়া বাতিল করে আগের ভাড়া বহালের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, খলিলুর রহমান, নুর আলম, মুনতাসির আল মামুন মিঠুসহ সাধারণ আলু চাষিরা। উপজেলা কৃষক দল ও আলু চাষির ব্যানারে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

×