ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

বিদ্যুতের খুঁটির জন্য শিবপুর ইটাখোলা সড়ক উন্নয়ন কাজ ব্যাহত

সংবাদদাতা, শিবপুর, নরসিংদী

প্রকাশিত: ২০:৫১, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

বিদ্যুতের খুঁটির জন্য শিবপুর ইটাখোলা সড়ক উন্নয়ন কাজ ব্যাহত

নরসিংদী জেলা শিবপুর উপজেলার ইটাখোলা থেকে শিবপুর সড়ক ও জনপদের উন্নয়নের কাজ চলছে। রাস্তায় পল্লী বিদ্যুৎ এর খুঁটির উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে।
এই ব্যাপারে সড়ক ও জনপদের ঠিকাদার প্রতিষ্ঠান রিলায়াব বিল্ডার্স লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার, আজাদ জানান, বিদ্যুৎ খুঁটি থাকায় আমরা সময়মতো কাজ করতে পারছি না, উন্নয়ন কাজে ব্যাঘাত ঘটছে, দেড় বছর আগে বিদ্যুতের খুঁটি সরানোর কথা ছিল তা এখনো সরানো হয়নি।
শিবপুর সড়ক ও জনপদের আঞ্চলিক বিভাগের প্রকৌশলী রাজীব কুমার জানান, বিদ্যুৎ খুঁটি সরানোর জন্য প্রায় দুই বছর আগে পল্লী বিদ্যুৎকে চাহিদা অনুযায়ী আনুমানিক ৪২ কোটি দেওয়া হয়, তাদের কাজের অগ্রগতি আশা করি। পল্লী বিদ্যুৎ সমিতি-২ (শিবপুর) আলামিন মিয়া জানান, খুঁটি সরানো হচ্ছে, এ ব্যাপারে আমাদের প্রতিনিয়ত মিটিং হচ্ছে, যথাসময়ে কাজ করে যাব আমরা।  শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফারজানা ইয়াসমিন জানান, বিষয়টি আপনার মাধ্যমে অবগত হয়েছি, এই বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। শিবপুর থেকে ইটাখোলা রাস্তার গাড়িচালক আরিফ, ইব্রাহিম, মল্লিক, হারুন জানান, বিদ্যুতের খুঁটির জন্য অনেক সময় রাস্তায় যখন গাড়ি বেশি থাকে তখন খুঁটির সঙ্গে অনেক সময় গাড়ি লেগে যায়। যাত্রী মমিন, হোসেন ভুঁইয়া, মেহেদী হাসান তারেক, সিনিয়র সাংবাদিক সাদিক ইকবাল লাভলু জানান, দ্রুত ব্যবস্থা না গ্রহণ করা হলে পল্লী বিদ্যুৎ খুঁটির জন্য যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, জানমালের ব্যাপক ক্ষতি সাধন হবে।  নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আ. কুদ্দুস জানান, আমি নতুন যোগদান করেছি, বিষয়টি আমাদের প্রকৌশলী তদারকি করছে, কোন ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করছে জানি না।

×