ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

তিস্তা বাঁচাতে বিএনপির লড়াই আজ, কর্মসূচির আগেই হঠাৎ পানিবৃদ্ধি!

প্রকাশিত: ১৭:২২, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

তিস্তা বাঁচাতে বিএনপির লড়াই আজ, কর্মসূচির আগেই হঠাৎ পানিবৃদ্ধি!

ছবিঃ সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে হঠাৎ করে পানি বৃদ্ধি পেয়েছে, যা উজান থেকে আসা পানির ঢল বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত তিস্তার পানির স্তর ক্রমাগত বাড়তে থাকে, যা স্থানীয়দের মধ্যে বিস্ময় তৈরি করেছে।

তিস্তা নদী বাঁচাতে এবং ন্যায্য পানির হিস্যা আদায়ের দাবিতে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে বিএনপির উদ্যোগে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু হচ্ছে। ‘জাগো বাহে—তিস্তা বাঁচাও’ স্লোগানে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও তাদের মিত্র রাজনৈতিক দলগুলো অংশ নিচ্ছে। কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর সমাপনী বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

উত্তরবঙ্গের পাঁচ জেলার ১১টি স্থানে সমাবেশ, পদযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এই কর্মসূচি শুধু পানি বণ্টনের দাবি নয়, তিস্তা বাঁচানোর বৃহৎ আন্দোলনে রূপ নিয়েছে। স্থানীয়রা সরকারের প্রতি প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। 

সূত্র : https://dailyinqilab.com/national/news/733482

আসিফ

×