
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় ভরপাশা ইউনিয়নের ভাঙ্গা পোল নামক স্থানে একটি মাঠ থেকে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে।
১৬ ফেব্রুয়ারি (রবিবার) গভীর রাতে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার নামিয়ে ভেতরের তামার তার চুরি করে পালিয়ে যায় চোরেরা। তিনটি ট্রান্সফরমার চুরি হওয়া ভাইভাই এন্টারপ্রাইজ স'মিল বন্ধ হয়ে পড়েছে। ট্রান্সফরমার চুরি হওয়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা।
ভাইভাই এন্টারপ্রাইজ স'মিল মালিক জসিম উদ্দিন জানান, গত রাত্রে আমরা স'মিলের কাজ শেষ করে বাড়িতে যাই। বাড়ি যাওয়ার পর চোরেরা বৈদ্যুতিক খুঁটিতে উঠে তিনটি ট্রান্সফরমার নিচে নামিয়ে আনে। ট্রান্সফরমারগুলো খুলে তামার তার বের করে নিয়ে পালিয়ে যায়। গত বছরও এখান থেকে তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় চোর চক্র। এরপর প্রায় তিন লাখ টাকা খরচ করে ট্রান্সফরমার লাগাই। এই বছর চুরি হয়ে গেল। এখন আমার স'মিল বন্ধ রয়েছে। প্রশাসনের কাছে জোর দাবি জানাই এই চোর চক্র গ্রেফতারের।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ট্রান্সফরমার চুরির বিষয়ে আমাদের কাছে কোন লিখিত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুগত ব্যবস্থা নেয়া হবে।
রাজু