ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ফরিদপুরে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আবিদুর রহমান নিপু, ফরিদপুর

প্রকাশিত: ১৬:৪১, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

ফরিদপুরে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ফরিদপুরের বিভিন্ন উপজেলায় ডেভিল হান্টের বিশেষ অভিযানে এক ইউপি সদস্যসহ ছয় আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। গতকাল রবিবার বিকেলে ও  রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকরামুজ্জামান কুয়েতী আকরাম (৬৫), বোয়ালমারী উপজেলার দাদপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শামীম মোল্যা (৫৫), বোয়ালমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন (৫০), সদরপুর উপজেলার চরনাসিরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় সাবেক সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সনের সমর্থক মোকাদ্দেস খান (৪৫), মধুখালী উপজেলা আওয়ামী লীগের সক্রিয়কর্মী মো. মনিরুজ্জামান (৩২)।আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাকিল আহম্মেদ (৩৮)।

জেলা পুলিশ ও স্থানীয় থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামীদের গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা, বিস্ফোরক দ্রব্যসহ সংশ্লিষ্ট থানার বিভিন্ন মামলায় ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে জেলায় যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, চলমান পরিস্থিতিতে আলফাডাঙ্গা থানার একটি বিস্ফোরক মামলায় বোয়ালমারী ও আলফাডাঙ্গার ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজু

×