ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

হিলিতে বিএসএফের বাধায় রেল ব্রিজের সংস্কার বন্ধ

সাজেদুর রহমান শিলু, দিনাজপুর

প্রকাশিত: ২১:২২, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

হিলিতে বিএসএফের বাধায় রেল ব্রিজের সংস্কার বন্ধ

ছবি : সংগৃহীত

দিনাজপুরের হিলি সীমান্তে রেল ব্রিজের সংস্কার কাজে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার বিকেলে বিজিবি ও বিএসএফের মাঝে বৈঠক অনুষ্ঠিত হলেও সিদ্ধান্ত না আসায় সংস্কার কাজ বন্ধ রয়েছে। উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগের একমাত্র রুট এটি। সংস্কার কাজ না হওয়ার ফলে যে কোনো সময়ে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। হিলি রেলওয়ের প্রকৌশলী আব্দুর রহমান বলেন, ‘বিজিবি কাজ করতে বললেও বিএসএফ বাধা দিচ্ছে। বিজিবি’র কথামতো কাজ শুরুর পর বিএসএফ তা বন্ধ করে দিয়েছে।’ এ বিষয়ে বিজিবি দিনাজপুর সেক্টরের ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, ‘রেলওয়ে তাদের লাইনে কাজ করবে, এতে বিএসএফের বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আমরা এ বিষয়ে বিএসএফের সঙ্গে বৈঠক করেছি। রেলওয়ে কর্তৃপক্ষকে কাজ শুরু করার জন্য বলা হয়েছে।’

×