ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

চাঁদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আটক ৩

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর

প্রকাশিত: ২০:৩০, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

চাঁদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আটক ৩

ছবি : সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ইউসুফ পাটওয়ারী (৪০) নামে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ভাই মাওলানা ইব্রাহীম পাটওয়ারী (৫৫)। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের পশ্চিম কুমারডুগি গ্রামের পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। হত্যায় অভিযুক্তরা হলেন- ইউসুফের আপন খালাত ভাই মহিউদ্দিন প্রধানিয়া (৫৫), তার স্ত্রী খোদেজা বেগম (৪৩) ও ছেলে রমজান (২০)। তাদেরকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
হত্যার শিকার ইউসুফ ও আহত ইব্রাহীম ওই বাড়ির মৃত কলিম উল্লাহ পাটওয়ারীর ছেলে। ইউসুফ চাঁদপুর শহরের হকার্স মার্কেটের মোবাইল ফোন ব্যবসায়ী এবং তার ভাই ইব্রাহীম স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, ঘটনার পর ইউসুফ পাটওয়ারীর বাড়ি পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে থেকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে। ঘটনাস্থলে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুকুর চাকমা বলেন, ঘটনাস্থল পরিদর্শন এবং লোকজনের সঙ্গে কথা বলেছি। হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ আলামত উদ্ধারের চেষ্টা চলছে।

×