ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

৭ হাজার টাকায় ১ টি ইলিশ

নিজস্ব সংবাদদাতা দৌলতখান।।

প্রকাশিত: ১৭:২৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

৭ হাজার টাকায় ১ টি ইলিশ

 নিরব ব্যাপারীর হাতে রুপালি ইলিশ

 

 

ভোলার দৌলতখানে এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৮০০শ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। পরে স্থানীয় পাতারখাল মাছঘাটে সর্বোচ্চ দাম হাঁকিয়ে মাছটি ৬ হাজার ৪০০ টাকায় কিনে নেন  নিরব ব্যাপারে নামে এক মাছ ব্যবসায়ী। আজ রবিবার বিকাল সাড়ে চারটায় দৌলতখান পাতারখাল মাছঘাটে মাছটি নিলামে বিক্রি করা হয়। দুপুরে ফারুক মাঝির জালে মেঘনা নদীতে মাছটি ধরা পড়ে।

জেলে ফারুক মাঝি জানান, মেঘনা নদীতে ইলিশ কম পাওয়া যাচ্ছে। তবে এ বছর এত বড় মাছ এই এলাকায় আর কেউ পায়নি। দুপুরে মেঘনা নদীতে  জাল ফেললে মাছটি পাওয়া যায়। পরে বিকালে পাতারখাল মাছ ঘাটে এনে নিলামে ডাকার মাধ্যমে মাছটি বিক্রি করা হয়। ব্যাপারী নিরব দৈনিক জনকণ্ঠকে জানান, সোমবার সকালে ঢাকার সোয়ারি ঘাটে মন্টু বাবুর দিতে মাছটি বিক্রি করা হবে। তিনি আসা করেন মাছটি অধিক দামে বিক্রি করতে পারবেন।

মাছ আড়তদার হাফিজু উল্লাহ (হাবু) জানান,মেঘনা নদীতে এবার ইলিশের অকাল চলছে। এরকম ইলিশ অহরহ জেলেদের জালে ধরা পড়ে না। 



 

মামুন/সাজিদ

×