ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

স্বৈরাচারী শাসনেই দেশের সর্বনাশ—নড়াইলে বিএনপির সম্মেলনে তারেক রহমান

নিজস্ব সংবাদদাতা, নড়াইল

প্রকাশিত: ১৭:১৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

স্বৈরাচারী শাসনেই দেশের সর্বনাশ—নড়াইলে বিএনপির সম্মেলনে তারেক রহমান

স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি, উন্নয়ন, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে গেছে। নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তারেক রহমানের বক্তব্য। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি, উন্নয়ন, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে গেছে। নির্বাচনের নামে দেশের জনগণের সঙ্গে তামাশা ও প্রহসন করেছে। বিরোধী দলের প্রতি দমন পীড়ন, মিথ্যা মামলা ও গুম করেছে। কাউকে ভোট দিতে দেয়নি। আমরা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী সরকারের ১৫ বছরের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুনর্গঠন করতে চাই। ররিবার (১৬ ফেব্রয়ায়ারি) দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বথা বলেন তিনি। নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন-বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। তিনি বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেন। সংস্কার নির্বাচিত সরকার ও করতে পারবে। বেশি দেরী করলে আবারো জনগণ রাস্তায় নামবে।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ দলীয় নেতারা। 

দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। জেলায় মোট ৭০৭ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচন করবেন। এ সম্মেলনে সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং জুলফিকার আলী মন্ডল প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম, শাহরিয়ার রিজভী জর্জ এবং কামরুল হাসান প্রার্থী হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীরা হলেন-টিপু সুলতান, খন্দকার এজাজুল হাসান বাবু, মাহবুব মুর্শেদ জাপল ও এস এম ফেরদৌস রহমান।  দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 

 

রাজু

×