ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা

মোস্তাফিজুর রহমান টিটু/নুরুল ইসলাম, টঙ্গী থেকে

প্রকাশিত: ০১:৩৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা

আজ আখেরি মোনাজাত

তবলিগ জামাতের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ইবাদত বন্দেগি আর আল্লাহর রহমত কামনা করে শবেবরাতের রাত কাটিয়েছেন। বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম ইজতেমা চলাকালে শবেবরাতের রাত পেয়েছেন তবলিগের মুসল্লিরা। রবিবার বেলা সায়া ১২টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমা।

এ পর্বের ইজতেমার শেষদিনে মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে আশা করা হচ্ছে। মোনাজাতের আগে তিনি হেদায়েতি বয়ানও করবেন। এবারও বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত ভারতের মাওলানা সাদ কান্ধলভিকে ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে। তবে তার দুই ছেলে ইতোমধ্যে একটি জামায়াত নিয়ে ইজতেমা ময়দানে এসেছেন। এদিকে এপর্বের বিশ্ব ইজতেমা ময়দানে হামলার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে শনিবার সাদপন্থিদের আয়োজনে টঙ্গীতে ৩ দিনব্যাপী চলছে বিশ্ব ইজতেমা। শবেবরাতের রাতে ইজতেমা ময়দানে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে ইবাদত বন্দেগি করতে পেরে মুসল্লিরা খুশি আনন্দিত। শবেবরাতের রাতে সারারাত লাখ লাখ মুসল্লি কুরআন তেলাওয়াত, নফল নামাজ, তসবিতাহলিলের আমল করে আল্লাহর দরবারে দু’হাত তুলে নিজের গুনাহ মাফ ও ভাগ্যের পরিবর্তনে কান্নাকাটি করেছেন। চোখের জলে বুক ভাসিয়েছেন।

জীবিত মৃত্যু মা-বাবা, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী নিজ পরিবারের জন্য দোয়া করেছেন দুনিয়া ও আখেরাতে সবার ভালোর জন্য। ভাগ্য নির্ধারণের শবেবরাতের রজনীতে বিশ্বের প্রায় শতাধিক দেশের দেড় হাজার বিদেশী মুসল্লি লাখো মুসল্লির সঙ্গে ইবাদত বন্দেগিতে অংশ নেন। 
ইজতেমা ময়দানে শনিবার উপস্থিত মুসল্লি উদ্দেশ্যে পবিত্র কুরআন-হাদিসের আলোকে জিকির আশকার, আমল আখলাখ নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান চলে বিরতিহীনভাবে। দুনিয়া এবং আখেরাতের সুখশান্তি অর্জনে কামিয়াবি হাসিলে প্রতিটি মুহূর্তে বয়ান চলে ইজতেমা ময়দানে। আল্লাহর নৈকট্য লাভের আশায় লাখো মুসল্লি যোগ দিয়েছেন এবারের বিশ^ ইজতেমায়। মুরব্বিদের বয়ান মনোযোগ দিয়ে শুনছেন মুসল্লিরা।

তবলিগের ছয় উসুল নিয়ে চলছে এ বয়ান। ইজতেমার দ্বিতীয় পর্বে শিল্প নগরী টঙ্গী ইতোমধ্যেই ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে। মহান আল্লাহ তায়ালার নৈকট্য লাভের ব্যাকুলতায় দ্বীনের দাওয়াতে মেহনত করার জন্য ইসলামের মর্মবাণী সর্বত্র পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে ছুটে আসছেন টঙ্গীর তুরাগ তীর ইজতেমা ময়দানে। 
যারা বয়ান করলেন ॥ 
এবারের ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদ কান্ধলভী অনুসারী দেশী-বিদেশী মুসল্লিরা অংশ নিচ্ছেন। দুদিন ধরে সর্বক্ষণিক ইবাদত-বন্দেগিতে নিয়োজিত রয়েছেন মুসল্লিরা। প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত ইমান, আমল, আখলাক ও দ্বীনের পথে মেহনতের ওপর বয়ান অনুষ্ঠিত হয়। শনিবার বাদ ফজর ভারতের নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভীর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম।

তার বয়ানের পর নিজামুদ্দিনের মুফতি ইয়াকুব তালিমের মওজু ফজিলত ও আদবের ওপর আলোচনা করেন। পরে খিত্তায় খিত্তায় তালিম হয়। এরপর বাদ জোহর বয়ান করেন আরবের মুরব্বি মাওলানা রিয়াশাদ। তার বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা মোস্তফা খলিল।

বাদ আছর বয়ান করেন নিজামুদ্দিনের মুরব্বি হাফেজ মঞ্জুর। তার বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা রুহুল আমিন। মাগরিবের নামাজের পর বয়ান করেন ভারতের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। তার বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ।

×