![বাগেরহাটে ভাঙা পুলে ৬ গ্রামের মানুষের দুর্ভোগ বাগেরহাটে ভাঙা পুলে ৬ গ্রামের মানুষের দুর্ভোগ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/nn-2-2502151925.jpg)
চিতলমারী উপজেলার ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের লোহার পুল
বাগেরহাটের চিতলমারী উপজেলার ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের লোহার পুলটি ভেঙে যাওয়ায় শিশু শিক্ষার্থীদের চরম ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে। শুধু শিশু শিক্ষার্থী নয়, ওপারে অবস্থিত মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে মুসলিদেরও ভোগান্তি হচ্ছে।
এলাকাবাসীরা জানিয়েছেন, প্রতিদিন ওই পুল দিয়ে ৬ গ্রামের শত শত মানুষ যাতায়াত করেন। পুলটি দীর্ঘদিন ধরে কোনো মেরামত বা সংস্কার না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পুলের রড-সিমেন্টের ঢালাই পাটাতন ভেঙে মরা চিত্রা নদীতে পড়ে গেছে। ফলে ছেলে-মেয়েদের স্কুলে পাঠিয়ে অভিভাবকরা দুশ্চিন্তায় থাকেন।
সুরশাইল গ্রামের শিক্ষার্থীর অভিভাবক আসমা বেগম, মিনারা বেগম, শারমিন আক্তার সুমি ও কুরমনি গ্রামের কাবেরী বিশ্বাস জানান, তাদের কোমলমতি শিশুরা ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করে। ধারে-কাছে স্কুলে যাওয়ার পারাপারের জন্য একমাত্র ওই পুলটিই ভরসা।