ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

আখেরি মোনাজাতের দিন সড়কে যান চলাচল স্বাভাবিক থাকবে: গাজীপুর পুলিশ কমিশনার

নূরুল ইসলাম, টঙ্গী

প্রকাশিত: ০০:২৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০০:২৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

আখেরি মোনাজাতের দিন সড়কে যান চলাচল স্বাভাবিক থাকবে: গাজীপুর পুলিশ কমিশনার

ছবি: প্রতিনিধি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান এক প্রেসব্রিফিংয়ে জানিয়েছেন, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের দিন (কাল রবিবার) গণপরিবহনসহ সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে।

অন্যান্য বছর আখেরি মোনাজাতের দিন মধ্যরাত থেকে সড়ক-মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হলেও এবার তা বন্ধ থাকছে না। ঢাকা-টঙ্গী-গাজীপুর-ময়মনসিংহ মহাসড়কে যাতায়াতকারী লাখো মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

পুলিশ কমিশনার বলেন, "মোনাজাতের দিন টঙ্গীর সকল রাস্তা খালি রাখতে চাই। কেউ রাস্তায় বসবে না বা দাঁড়াবে না, শুধুই চলবে। রাস্তার ওপর কোনো গাড়ি পার্কিং করা যাবে না।"

তিনি আরও জানান, "আখেরি মোনাজাতের দিন যান চলাচল স্বাভাবিক থাকবে টঙ্গীর সকল সড়ক ও মহাসড়কে। গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগের প্রধানকে সে অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে।"

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমা ময়দানে গাজীপুর মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের প্রধান মোহাম্মদ ইব্রাহিম খান।

পুলিশ কমিশনার মুসল্লীদের উদ্দেশে বলেন, "আমি আপনাদের অনুরোধ করবো, মোনাজাতের সময় দয়া করে রাস্তায় বসবেন না। ইজতেমা মাঠে অনেক খালি জায়গা থাকে, সেখানে এসে মোনাজাতে অংশ নিলে যানজট কম হবে।"

তিনি আরও জানান, এই বছর ইজতেমার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এবং আয়োজকরাও এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বাস্তবতায় দেখা গেছে, অন্যান্য বছরের তুলনায় এবার রাস্তায় মানুষের চাপ অনেক কম। তাই যান চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাবলীগ জামাতের সাদপন্থীদের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা কাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

এম.কে.

×