![১০ কেজির লাক্ষা মাছ সাড়ে ১৭ হাজার টাকায় বিক্রি ১০ কেজির লাক্ষা মাছ সাড়ে ১৭ হাজার টাকায় বিক্রি](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/24-2502151535.jpg)
কুয়াকাটায় ১০ কেজি ওজনের একটি লাক্ষা মাছ ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার বিকেলে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে বাদশা মিয়ার জালে মাছটি ধরা পড়ে। সাগরের অগভীর এলাকায় বেড়জালে মাছটি তারা ধরেছেন। ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেটের রবিউল ফিস আড়তে জেলেরা মাছটি নিয়ে যায়। সেখান থেকে কুয়াকাটার মেসার্স হাসান ফিস মালিক হাসান ১৬শ’ টাকা কেজি দরে কিনে নেন। তিনি আবার অনলাইনে ১৭ হাজার পাঁচ শ’ টাকায় বিক্রি করেন। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এটি খুব সুস্বাদু মাছ। দামও বেশি।