![ভালোবাসা দিবসের আবেগঘন মুহূর্ত ভালোবাসা দিবসের আবেগঘন মুহূর্ত](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/22-2502151528.jpg)
ভালোবাসা দিবসে বাসন্তী সাজে চট্টগ্রাম নগরীর সিআরবির শিরীষতলায় তরুণীরা ও রাজশাহীতে ফুলের দোকানে তরুণ-তরুণী
চট্টগ্রামে বসন্তবরণ আর ভালোবাসা দিবসের অনুষ্ঠানে মাতোয়ারা ছিল নগরবাসী। শনিবার ও শুক্রবার চট্টগ্রামে বসন্ত বরণের উৎসব উদ্যাপিত হয়েছে বিভিন্ন স্থানে। শনিবার প্রমা আয়োজিত নগরীর সিআরবির শিরীষতলায় প্রতিবছরের মতো এবারও বসন্তবরণ অনুষ্ঠান উদ্যাপিত হয়।
এতে অংশ নিয়েছেন নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নাচ-গান ও আবৃত্তিসহ নানা আয়োজনে দিনভর বসন্ত উৎসব ছিল রঙিন। এদিকে তার আগে শুক্রবার নগরীর আমবাগানে শহীদ ওয়াসিম পার্কে বোধন আবৃত্তি পরিষদ আয়োজন করে দিনব্যাপী বসন্ত উৎসবের। একইদিন নগরীর মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলে বোধন আবৃত্তি পরিষদের আরেকটি পক্ষ বসন্ত উৎসব উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে।
শুক্রবার যন্ত্রসংগীতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরুর পর বিভিন্ন সংগঠনের শিল্পীরা সমবেত সংগীত, বৃন্দ আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হয় দিনের অনুষ্ঠান। দুই সংগঠনই একক আবৃত্তি ও সমবেত সংগীত ও নৃত্য পরিবেশন করেন। এদিকে সরকারি ছুটি থাকায় শনিবারও সিআরবির শিরীষতলায় ছিল প্রমা আয়োজিত বসন্ত উৎসবে নানা শ্রেণি-পেশার মানুষের ভিড়। ছোট শিশুরাও এদিন এসেছে বসন্তবরণ উৎসবে।
ভালোবাসায় বৃদ্ধাশ্রম ও
একটি নলকূপ
স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, বসন্ত ও ভালোবাসা দিবসে কিশোরীগঞ্জ নিরাপদ বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের এক ব্যতিক্রম ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন একদল তরুণ। অন্যদিকে সৈয়দপুর উপজেলার গোলাহাট এলাকায় তিনজন বিধবা নারীর বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে একটি নলকূপ স্থাপন করে দিয়েছেন প্রিয় সৈয়দপুর নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
কিশোরীগঞ্জ নিরাপদ বৃদ্ধাশ্রমের আশ্রয়ে যারা রয়েছেন তাদের সন্তানদের সংসারে জায়গা নেই এসব মা-বাবার। অথচ তারা একসময় মায়া-মমতা স্নেহ-ভালোবাসা দিয়ে নিজেদের সন্তানদের বড় করেছিলেন। আজ সেই সন্তানরা কেউ তাদের খোঁজ রাখেন না। এমনকি বৃদ্ধাশ্রমে রেখে গেলেও কোনো খরচও বহন করেন না। বৃদ্ধ বাবা-মায়ের দায়িত্ব নেয়নি সন্তানরা। অভিভাবকহীন হয়ে পড়া এমন ৪৫ জন প্রবীণের স্থায়ী বা অস্থায়ীভাবে ঠাঁই হয়, নিরাপদ বৃদ্ধাশ্রমে। এই অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের আগলে রেখেছে কিশোরীগঞ্জ নিরাপদ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা সাজেউর রহমান সাজু। এই আশ্রমের খাওয়া-দাওয়া বা পরিচর্যা নিয়ে প্রবীণদের মনে কোনো অভিযোগ নেই। তবে নিজ সন্তানদের প্রতি মনে দানা বেঁধে আছে অভিমান ও ক্ষোভ। বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা সাজেউর রহমান সাজু বলেন, আমি অসহায় সন্তানদের অবহেলিত এমন বৃদ্ধ বাবা-মায়েদের সেবা করার মাধ্যমে আনন্দ পাই। ইয়ামাহা রাইডার্স ক্লাবের মডারেটর সোহেব আহমেদ সজিব, মেহেদী হাসান জীবন, ক্লাবের সদস্য আসাদুজ্জামান আকাশ, ফজলে রাব্বী শান্ত, ফিরোজ আহমেদ, রাজ্জাক, প্রিথুলসহ ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
অন্যদিকে, সৈয়দপুর উপজেলার গোলাহাট এলাকার তিন বিধবা নারী সুমিয়া (৪৫), হাসিবুন (৪৭) ও আজিয়া বেগমকে (৫২)। বিশুদ্ধ পানি ও জলের সংকটে ছিলেন তারা। এজন্য ধরনা দিতে হতো। এই অবস্থা দেখে পবিত্র শবেবরাত ও ভালোবাসা দিবস উপলক্ষে এবং ওই এলাকার সকল মৃতের সওয়াবের নিয়তে ভালোবাসার টিউবওয়েল স্থাপন করে দিয়েছে ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সুমিয়া, নাজমুনসহ অন্যান্য উপকারভোগী জানান, গোসলের জন্য মানুষের বাড়ি থেকে পানি আনতে হতো। অনেক সময় ওই বাড়ির লোকজন টিউবওয়েলে থাকায় সময়মতো পানিও পাইতাম না। এভাবে চলছিল কয়েক পরিবারের কষ্টের দিন। এখন বাড়ির সামনেই টিউবওয়েল থেকে যখন খুশি পানি নিতে পারব। আমাদের প্রিয় সৈয়দপুর-এর উপদেষ্টা এসরার আনসারী জানান, আসলে ভালোবাসার বহির্প্রকাশ প্রকৃত অর্থে কাদের জন্য হওয়া উচিত সেটা বোঝানোর জন্যেই যেখানে বিশুদ্ধ পানির প্রয়োজন সেখানে টিউবওয়েল স্থাপন করেছি আমরা। ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ এরূপ সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। এ সময় সংগঠনের আয়ান, রাব্বি, সামির, শাহজাদা, ফারুক, সোহাগ, শাহবাজ, ইয়াসিনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নেত্রকোনায় সাহিত্য উৎসব
নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, জেলা সদরের বকুলতলায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ২৮তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। এ বছর খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও বিশিষ্ট কবি হাসান হাফিজ। প্রতিবছরের মতো নেত্রকোনা সাহিত্য সমাজ নামে একটি সংগঠন এ উৎসবের আয়োজন করে।
সন্ধ্যায় খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ^াস। নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি ম. কিবরিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন পুরস্কৃত কবি হাসান হাফিজ, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রফেসর ননীগোপাল সরকার, মেজর (অব) সৈয়দ আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু, বর্তমান যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু, জাতীয় নাগরিক কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠান ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী প্রমুখ। এর আগে সকাল ৯টায় পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মাসুম। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, কবি শামসুল ফয়েজ ও আশরাফ মীর।
মাদারীপুরে পশ্চিমা সংস্কৃতি বর্জনের ডাক
নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর থেকে জানান, ‘বিয়ে করে বীরপুরুষ, প্রেম করে কাপুরুষ’ এই স্লোগানে মাদারীপুরে বিশ^ ভালোবাসা দিবসে পশ্চিমা সংস্কৃতি বর্জনের ডাক দিয়েছে মুসলিম ইয়ুথ অর্গানাইজেশনের সদস্যরা। শুক্রবার বিকেলে জেলা জামে মসজিদ থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে লেকের পাড়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
এ সময় বক্তারা বলেন, ‘আয় করে করবো বিয়ে, থাকবো সুখে বউ নিয়ে’ এটাই হোক বিশ^ ভালোবাসা দিবসের প্রতিশ্রুতি। কোনো প্রেম বা বয়ফ্রেন্ড নয়, ভালোবাসার নামে কেউ যাতে অশ্লীলতা না করতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। পাশাপাশি তরুণ-তরুণীর প্রত্যেক পরিবারের বাবা-মাকে আরও সচেতন হতে হবে। বাবা-মা বেশি দায়িত্বশীল হলে অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকবে তাদের সন্তানরা। এ সময় মুসলিম ইয়ুথ অর্গানাইজেশনের সদস্যরা পশ্চিমা সংস্কৃতি বর্জনের ডাক দেন। আয়োজক মুফতি ইমরান হোসাইনসহ সংগঠনের সদস্য তুষার আবদুল্লাহ, ইব্রাহিম, হাসিবুবুর রহমান, রুবেল বেপারী আরাফাতসহ অনেকেই উপস্থিত ছিলেন।
ঝিনাইদহে পথশিশুদের নিয়ে
বনভোজন
নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, সংকটে থাকা শিশুদের নিয়ে বসন্ত বরণ ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ঢাকার ‘শিশুদের জন্য আমরা’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে শনিবার দিনব্যাপী ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের সভাপতি হাজেরা বেগম, সাধারণ সম্পাদক মশিউল আজম মিন্টু, ঝিনাইদহের সেভ ঝিনাইদহের নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম বাদশাসহ অন্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আয়োজনে পরিচয় সংকটে থাকা শিশু ও তাদের অভিভাবকসহ ৮০ জন অংশ নেয়।