ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

ভারতীয় নাগরিকসহ ৩ চোরাকারবারি আটক

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥

প্রকাশিত: ২১:১৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

ভারতীয় নাগরিকসহ ৩ চোরাকারবারি আটক

 

হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২ ভারতীয় ও ১ বাংলাদেশী নাগরিকসহ ৩জন আটক হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করে জব্দ করা হয়েছে ভারতীয় মদ, শাড়ি ও অন্যান্য অবৈধ মালামাল। 
আটককৃতরা হলেন- ভারতের আগরতলার যোগেন্দ্রনগর এলাকার নেপাল দাসের ছেলে সুমন দাস (৪১), ধনেশ দাসের ছেলে শম্ভু দাস (৪১) ও মৌলভীবাজারে জেলার শ্রীমঙ্গল উপজেলার জাম্বুরাছড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আমির (৩০)।  
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এসব তথ্য দেন- ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ তানজিলুর রহমান। 
এর আগে দুপুরে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) ক্যালেঙ্গা বিওপির টহল দল সীমান্ত পিলার ১৯৫৩-এম থেকে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কৃষ্ণছড়া রিজার্ভটিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ অভিযানের সময় সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে সন্দেহজনক তিন ব্যক্তিকে বিজিবির টহল দল থামতে বললে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা তাদেরকে প্রায় এক কিলোমিটার ধাওয়া করে আটক করেন। 
আটককৃত ভারতীয় নাগরিকদের কাছে কোনো বৈধ ভ্রমণের কাগজপত্র ছিল না। অন্যদিকে, বাংলাদেশি নাগরিক মোহাম্মদ আমির ভারতীয় নাগরিকদের অবৈধ অনুপ্রবেশে সহায়তা করেছেন বলে স্বীকার করেছেন। আটককৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের অবৈধ মালামালও উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে ৪ বোতল ভারতীয় মদ, ১২২ পিস ভারতীয় শাড়ি, ৩ পিস ভারতীয় ধুতি, ১টি ভারতীয় ফেসওয়াশ, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল, ২টি বাটন মোবাইল, ২টি ভারতীয় সিম কার্ড, ১টি মোবাইল চার্জার, ১,০৬৪ ভারতীয় রুপি এবং ১৮৫ বাংলাদেশি টাকা। এছাড়া আটককৃতদের কাছ থেকে ১টি পেন কার্ড, ১টি ভোটার কার্ড, ১টি আধার কার্ড এবং ১টি ভিসা কার্ড উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করার মাধ্যমে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। 
৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান- বাংলাদেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে আমরা সর্বদা তৎপর। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
 

সাজিদ

×