ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

খেলাফত মজলিসের নীলফামারী জেলা কমিটি গঠন

স্টাফ রিপোর্টার,নীলফামারী

প্রকাশিত: ১৯:০৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

খেলাফত মজলিসের নীলফামারী জেলা কমিটি গঠন

ছবিঃ সংগৃহীত।

খেলাফত মজলিস নীলফামারী জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা সাদ্দাম হোসেন জিহাদী এবং সেক্রেটারী হয়েছেন সরওয়ারুল আলম বাবু।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে শহরের বাবুপাড়াস্থ খেলাফত মজলিসের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত  নীলফামারী জেলার শাখার পুনঃগঠন ও কর্মী সমাবেশ শেষে সর্বসম্মতিক্রমে ২০২৫/২৬ সালের ১৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

এর আগে মাওলানা সাদ্দাম হোসেন জিহাদীর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস রংপুর বিভাগীয় জোন পরিচালক ও কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাওলানা মো: আবু সাইয়েদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস রংপুর বিভাগীয় সহকারী জোন পরিচালক ও রংপুর মহানগর শাখার সভাপতি তৌহিদুর রহমান মন্ডল রাজু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাওলানা আশরাফুল হক নূরী।

মুহাম্মদ ওমর ফারুক / তাহমিন হক ববী

×