ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

সালিশের টাকা ভাগবাটোয়ারা নিয়ে এক ব্যক্তিকে হত্যা, দুইজন গ্রেফতার 

নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি॥

প্রকাশিত: ১৭:৩৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

সালিশের টাকা ভাগবাটোয়ারা নিয়ে এক ব্যক্তিকে হত্যা, দুইজন গ্রেফতার 

 

কুমিল্লার দাউদকান্দিতে সালিশের টাকার ভাগবাটোয়ারার জের ধরে হাবিব তালুকদার(৬০) নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে দুই আসামিকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ৷ নিহত হাবিব তালুকদার ওই গ্রামের গফুর মিয়ার ছেলে৷

গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার নয়ানগর গ্রামের চারু ভূঁইয়ার ছেলে মিজান ফকির (৫০) ও একই এলাকার বাবুল ছয়ালের ছেলে শিপন মিয়া(২৪)।আজ শনিবার দুপুরে আটককৃত আসামীদেরকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।


শুক্রবার(১৪ ফেব্রুয়ারি)সন্ধ্যা সাড়ে ৭টায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে উপজেলার পদুয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের তালুকদার বাড়িতে। এ ঘটনায় রাতেই নিহতের স্ত্রী  মাকসুদা বেগম বাদী হয়ে ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকান্ড ও মামলা দায়ের এর বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জুনায়েত চৌধুরী ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি গ্রাম্য সালিশের দেড় হাজার টাকার ভাগবাটোয়ারা নিয়ে হাবিব তালুকদার (৬০) নামের এক বৃদ্ধকে ঐ এলাকার কতিপয় দুষ্কৃতকারীরা পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পরে খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জুনায়েত চৌধুরীসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান,ঘটনার দিন রাতেই নিহতের স্ত্রী  মাকসুদা বেগম বাদী হয়ে ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান পরিচালনা করে এজহার নামীয় মিজান ফকির (৫০) ও শিপন মিয়া(২৪) নামের দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। 

 

শামীম/সাজিদ

×