ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

কাল দুপুর ১২টার দিকে ইজতেমায় আখেরী মোনাজাতঃ গাজীপুর পুলিশ কমিশনার 

নূরুল ইসলাম, টঙ্গী

প্রকাশিত: ১৫:৪০, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

কাল দুপুর ১২টার দিকে ইজতেমায় আখেরী মোনাজাতঃ গাজীপুর পুলিশ কমিশনার 

ছবি : সংগৃহীত

টঙ্গীতে অনুষ্ঠিতব্য তাবলীগ জামাতের সাদপন্হীদের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত কাল (১৫ ফেব্রুয়ারি) রবিবার দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান।


শনিবার টঙ্গী ইজতেমা মাঠে জিএমপির পুলিশ কন্ট্রোল রুমের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি আখেরী মোনাজাতের অনুষ্ঠানের সময় উল্লেখ করেন। সাদপন্হীদের শীর্ষ মুরুব্বিদের বরাত দিয়ে পুলিশ কমিশনার আখেরী মোনাজাত অনুষ্ঠানের এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এসময় উপস্থিত ছিলেন সাদপন্হীদের অন্যতম মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম। রবিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।

শিলা ইসলাম

×