![মাটি চাপায় প্রাণ গেল স্কুল ছাত্রীর মাটি চাপায় প্রাণ গেল স্কুল ছাত্রীর](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/WhatsApp-Image-2025-02-15-at-30903-PM-2502150937.jpg)
ছবিঃ সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির কাজের জন্য পাহাড় থেকে মাটি আনতে গিয়ে টিলা ধ্বসে রিপা বুনার্জী (১৪) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক জন। নিহত স্কুল ছাত্রী রিপা বুনার্জী উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানের দক্ষিন লাইন এলাকার শ্যামল বুনার্জীর মেয়ে। সে ইসলামপুর পদ্ধা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে পিসি জ্যোতিকা বুনার্জী ও সবিতা বুনার্জীর সাথে বাঘাছড়া চা বাগানের ১১ নং সেকশনে বাড়ির কাজের জন্য মাটি আনতে যায়, পাহাড়ের নীচে মাটি খনন করার একপর্যায়ে হঠাৎ করে মাটি ধ্বসে পড়লে রিপা ও তার পিসি জ্যোতিকা মাঠির নিচে চাপা পড়ে।
এসময় সবিতা বুনার্জী তাদের উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়ে সে দৌড়ে এলাকায় খবর দেয়,পরে বিকাল৫ টার দিকে এলাকাবাসী পাহাড়ের মাটির নীচ থেকে তাদের উদ্ধার করে ততক্ষণে রিপা মৃত্যুর কোলে ঢলে পড়ে। এসময় আশঙ্কাজনক অবস্থায় জ্যোতিকা বুনার্জীকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এদিকে খবর পেয়ে সন্ধ্যায় কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
কমলগঞ্জ থানার এসআই জিয়াউল হক সত্যতা নিশ্চিত করে জানান, আমরা লাশ উদ্ধার করে রাতেই মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি।
রিফাত