ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

হামলার গুজবকারীকে আটক করা হয়েছে, ইজতেমা শান্তিপূর্ণ হবে: গাজীপুর পুলিশ কমিশনার 

নূরুল ইসলাম, টঙ্গী, গাজীপুর।

প্রকাশিত: ১৫:১৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৫:২৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

হামলার গুজবকারীকে আটক করা হয়েছে, ইজতেমা শান্তিপূর্ণ হবে: গাজীপুর পুলিশ কমিশনার 

সাদপন্হীদের আয়োজনে অনুষ্ঠিতব্য টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে শনিবার দুপুরে এক প্রেসব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান বলেছেন, বিশ্ব ইজতেমায় হামলার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো আতংক সৃষ্টিকারী ব্যক্তিকে পুলিশ আটক করেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমা ময়দানের বিদেশি খিত্তার সামনে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে আয়োজিত প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান প্রেসব্রিফিংয়ে আরো বলেন, সাদপন্থীদের এবারের ইজতেমায় ৭ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি র‍্যাবসহ অন্যান্য বাহিনীও মোতায়েন রয়েছে। বিশ্ব ইজতেমায় জঙ্গি আক্রমণ হতে পারে ফেসবুকে এমন গুজব ছড়ানো ব্যক্তিকে ডেকে এনেছি। যার মোবাইল ফোন থেকে যে নিউজটি ভাইরাল হয়েছে তার প্রোফাউল ঘেটে দেখেছি। সে মাপের লোকও নয় সে। আইনগত ব্যবস্হা নেয়া হবে যদি সে সঠিক উত্তর না দিতে পারে। সার্বিক নিরাপত্তা ভালো। সুন্দর ইজতেমা হবে।

তিনি আরো বলেন, ইজতেমা শুরু থেকে আখেরী মোনাজাতের দিন পর্যন্ত আমরা এবারও রাস্তাগুলো খালি রাখতে চাই। রাস্তায় কোন মানুষ বসবে না, দাড়াবে না। মোনাজাতের দিনও যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে টঙ্গীর সকল সড়ক এবং মহাসড়কে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল প্রস্তুতি আছে। কোনো ঘটনা ঘটবে না বলে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ভয় না পাওয়ার আহ্বান জানান পুলিশ কমিশনার।

এসময় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহিম খান, উপপুলিশ কমিশনার ( অপরাধ দক্ষিণ) এনএম নাসিরুদ্দিনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ করা যেতে পারে, তাবলীগ জামাতের বিবদমান শুরায়ে নেজাম ও সাদ গ্রুপ বিবাদে লিপ্ত হলে একে অপরকে হুমকি দিতে থাকে। সাদপন্হীদের জোড় ইজতেমা করতে না দেওয়ার ঘোষণায় গত ১৮ ডিসেম্বর ইজতেমা ময়দানে এক রক্তক্ষয়ী হামলা সংঘর্ষে উভয় পক্ষে ৪ মুসল্লী নিহত ও শতাধিক আহতে সাদপন্হীদের বিশ্ব ইজতেমা ময়দানে অবান্চিত করে বিশ্ব ইজতেমা করতে না দেওয়ার ঘোষণা দেয় শুরায়ে নেজাম। পরবর্তীতে সরকারের হস্তক্ষেপে সাদপন্হীরা বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের সুযোগ পায়। এমন পরিস্থিতিতে নানা হুমকি ধামকিতে সাদপন্হীদের মনে এখনও আতংক বিরাজ করছে। 

বিশ্ব ইজতেমা ময়দানে হামলার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত পরশু একটি পোষ্ট দিয়ে গুজব ছড়ানে হয়। আইনশৃঙ্খলা বাহিনী এটা গুরুত্বসহকারে নেয়। বিশ্ব ইজতেমা ময়দানে হামলা হতে পারে এমন হুমকিকে উড়িয়ে না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা শুরু হয়।

টঙ্গী ইজতেমা ময়দানের আশপাশ ৩ বর্গ কিলোমিটার এলাকা হাজার হাজার পুলিশে ছেঁয়ে ফেলা হয়। সারা রাত পোষাক এবং সাদা পোষাকে পাহারা বসানো হয় অলিগলি দোকানপাট মার্কেট  সড়ক মহাসড়কের নানা জায়গায়। ইজতেমা ময়দানে হামলাার আতংককারী ব্যক্তিকে আটকের পর পুলিশের নানা জিজ্ঞাসাবাদে কোন গুরুত্বপূর্ণ তথ্য না পাওয়া অবশেষে স্বস্তি ফেরে জনমনে।

নুসরাত

×